পরাজিত আসন নিজের দখলে নিল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা,আবির ভট্টাচার্য : গত মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্যের একমাত্র উপ নির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী হলো রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস। এর সঙ্গেই বিগত বিধানসভার নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমুল কংগ্রেস দল যে রাজনৈতীক খরার মধ্যে পড়েছিল শুক্রবারের উপ নির্বাচনের ফলাফল তৃণমুল কংগ্রেসকে তার থেকে অনেকটাই তুলে আনতে সমর্থ হলো বলেই মনে করছেন রাজনৈতীক বিশেষজ্ঞরা। এর পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত গেরুয়া শিবিরকে ঠেকাতে বামপন্থী এবং কংগ্রেস এই দুটি দলের ভোটের একটি বড় অংশ তৃণমুল কংগ্রেস প্রার্থীর পক্ষে গিয়েছে, সেই ক্ষেত্রে বলা যেতেই পারে কার্যত ইণ্ডিয়া জোটের খাতা খুললো পশ্চিমবঙ্গের ধুপগুড়ি তে।

মঙ্গলবার রাজ্যে একমাত্র জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা আসনে বিধায়কের মৃতুর কারণে উপ নির্বাচন হয়।

এই বিধানসভায় মোট ভোটার ছিলো ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।
শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয় ভোট গণনার কাজ।
প্রথম দিকে মূলত সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট গণনায় বিজেপি প্রার্থী তাপসী রায় বার বার তৃণমুল প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়ের মুকুট পড়ে ঘাসফুল শিবির।
জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে জানানো শেষ ফলাফলে দেখা যায় ধুপগুড়ি বিধানসভা আসনে তৃণমুল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪,৩১৩ ভোটের ব্যাবধানে পরাজিত করেন।
বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২৬৪৮ টি ভোট, জয়ী তৃনমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৯৬৯৬১ টি ভোট।
জয় পেতেই গণনা কেন্দ্রের বাইরে আকাশে উড়তে থাকে সবুজ আবির।
আনন্দ উল্লাসে মেতে উঠেছে বানারহাট সহ ধুপগুড়ি তথা জেলা জুড়েই। জয় লাভের পর জুই বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, এই জয় সাধারণ মানুষের। এই জয় মা মাটি মানুষের জয় বলে উল্লেখ করেন।

Leave A Reply

Your email address will not be published.