ধূপগুড়ি উপ নির্বাচনের বিশেষ কিছু তথ্য

রাত পোহালে ই ধূপগুড়ি উপ নির্বাচন। ভোট কর্মীদের ভিড় জমেছে জলপাইগুড়ি
উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ডি সি আর সির স্টল গুলিতে। ভোটগ্রহণের সামগ্রী নিয়ে তার ভোট কেন্দ্রে যাবার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সোমবার সকাল থেকেই ভোট গ্রহনের ইভিএম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বুথে বুথে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। তার আগেই ইভিএম সহ সমস্ত জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন ভোট কর্মীরা।

ধূপগুড়ি উপ নির্বাচনের বিশেষ কিছু তথ্য।

১) মোট বুথের সংখ্যা – ২৬০ টি

২) স্পর্শ কাতর বুথ – ৭২

৩) মোট ভোটার সংখ্যা- ২৬৯৪১৬ জন

৪) মোট ভোট কর্মী – ১২০০

৫) কেন্দ্রীয় বাহিনী – ৩০ কোম্পানি

৬) ভোট গ্রহন- সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত ( এবার ভোট গ্রহনের সময় বেড়েছে। ৫ টার বদলে ৬.৩০ পর্যন্ত)

Leave A Reply

Your email address will not be published.