শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী ২৯৩ আবির্ভাব দিবস

শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আজ ২৯৩ আবির্ভাব দিবস। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১১৩৭ বঙ্গাব্দে ১৮ই ভাদ্র ( ১৭৩০ খ্রিস্টাব্দের ৩১ শে আগস্ট) শুভ জন্মাষ্টমীর শুভ লগ্নে ও ব্রক্ষা মুহূর্ত প্রতা তিনটের সময় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চৌরাশি মহকুমার চাকলায় মৌজার কচুয়া গ্রাম। লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম শ্রী নারায়ণ ঘোষাল ও মা শ্রীমতি কমলা দেবী। বাবা লোকনাথ ব্রক্ষচারী একজন হিন্দু সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দুধর্মানুশারীদের কাছে লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যাক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্বপর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি তীর্থস্থান বলে পরিচিত।

Leave A Reply

Your email address will not be published.