ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন

কোচবিহার:রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ কোচবিহার ২ নং ব্লকের মহিষবাথান এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় সুশীল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দার জানান । গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এরপর কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ নিহত সুশীল চন্দ্র দাস যার বাড়ি খারিজা কাকরী বাড়ি এলাকায়। তিনি নুরুদ্দিনের মোড় মহিষবাথান হয়ে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয় বাসিন্দারা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় , জমি সংক্রান্ত কোনো বিষয়ে জেরেই এই শুট আউটের ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ধরনের ঘটনা আগে কখনো দেখেনি কোচবিহার বাঁশি।

Leave A Reply

Your email address will not be published.