কোচবিহার : ক্লাস চলাকালীন মাথার উপর দুরন্ত ফ্যান ভেঙ্গে পড়ে আহত দুই ছাত্রী। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনায় জখম হয়েছেন একাদশ শ্রেনির ওই দুই ছাত্রী নাম কৃত্তিকা বর্মন এবং বর্নালী রায় । কৃত্তিকা বর্মনের মাথায় ফ্যান ভেঙ্গে পড়ায় সে গুরুতর আঘাত পায়। দুই ছাত্রীকেই জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে কৃত্তিকা বর্মন কে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।বর্নালী রায় কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।বর্তমানে কৃত্তিকা বর্মনের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ।