কোচবিহার:পৃথক রাজ্যের দাবী কে সামনে রেখে আবারও সুর চড়ালেন কে এলও প্রধান জীবন সিং । নতুন করে এক ভিডিও বার্তায় কামতাপুরী মানুষদের বঞ্চনার উপর ভারত সরকারের বঞ্চনার কথা তুলে ধরে একটি ভিডিও বার্তা সামনে এসেছে। আর সেখানেই দেখা গিয়েছে, গিটার কোচবিহার বা কামতাপুর রাজ্যের দাবিতে সাধারণ মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি এও বলেছেন বাঙ্গালীদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে তাহলে কামতাপুরীদের মানুষদের জন্য আলাদা রাজ্য হবে না কেন। নতুন করে তার এই ভিডিও বার্তা সামনে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিকে এই ভিডিওবার্তা প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিমা রায় বলেন, জীবন সিং বরাবরই বিজেপির মাউথ পিস হয়ে কথা বলছে। আসলে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর একটি অস্থিরতা তৈরি করতে পুনরায় পৃথক রাজ্যের ইসুকে উসকে দেওয়া হচ্ছে জীবন।সিংয়ের মাধ্যমে। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে আবারো নতুন করে পৃথক রাজ্যের দাবিতে সরব জীবন সিং।