কোচবিহার: বুধবার কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডে পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক ও এলাকার নাগরিকেরা।
নারকেল ফাটিয়ে পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন চেয়ারম্যান।
এদিন পৌরসভার চেয়ারম্যান বলেন আগে দুটি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল। বর্তমানে আমরা আরো ছয়টি পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন পেয়েছি। এই এলাকাতে এই স্বাস্থ্য কেন্দ্রটি হওয়াতে এই ওয়ার্ড সহ পার্শ্ববর্তী ওয়ার্ড গুলির ও ভালো সুবিধা হবে। রক্ত পরীক্ষা থেকে শুরু করে সব রকমের ব্যবস্থাই এখানে রয়েছে। ছোট ছোট বিষয় মানুষকে আর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এতে যেমন মানুষের অসুবিধা হবে? অপরদিকে হাসপাতালের ও অনেকটা চাপ কমবে।