ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে ৪,৩১৩ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ রায় জয়ী হলেন। জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির খেলায় মেতে উঠলো তৃনমূল কর্মীরা।
কোথাও বাজি ফুটানো আবার বা কোথাও নেতা-নেত্রী দের কর্মীরা একে অপরের গায়ে আবির মাখিয়ে দিয়ে বাজানার তালে তালে নাচছে কর্মীরা।
উপ নির্বাচনের তৃণমূল জয়ের বিষয় পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের সাথে রয়েছে। সেটাই প্রমাণ করে দিল ধুপগুড়ির উপনির্বাচনের জয়।
তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা গৌতম দেব বলেন উত্তরবঙ্গে এই জয় শুরু হয়েছে এই জয় ধারা অব্যাহত থাকবে।
বিজেপি প্রার্থী তাপসী রায় পরাজিত হবার পর তিনি বলেন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেহেতু লড়াইয়ের ময়দানে নেমেছি লড়াই চালিয়ে যাব।